kalerkantho

রবিবার। ২৪ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৭ জুন ২০২০। ১৪ শাওয়াল ১৪৪১

সংক্ষিপ্ত

‘স্বাস্থ্যবিধি মেনে জীবিকা রক্ষা সহ্য হচ্ছে না বিএনপির’

নিজস্ব প্রতিবেদক   

২১ মে, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেতথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদ বলেছেন, ‘স্বাস্থ্যবিধি মেনে খেটে খাওয়া মানুষের জীবিকা রক্ষা ও মসজিদে নামাজ আদায় সম্ভবত বিএনপির সহ্য হচ্ছে না।’ গতকাল বুধবার তথ্য মন্ত্রণালয়ের নিজ দপ্তর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিজের নির্বাচনী এলাকা চট্টগ্রামের রাঙ্গুনিয়া এবং আংশিক বোয়ালখালী উপজেলার সব মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের ঈদ উপহার ও ইফতারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রীর পারিবারিক সংস্থা এনএনকে ফাউন্ডেশনের পক্ষ থেকে ইফতারসমগ্রী বিতরণ করা হয়। ‘লকডাউন শিথিল করে সরকার ভুল করেছে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এমন বক্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘আজকে সামাজিক দূরত্ব বজায় রেখে ছোট দোকানদাররা দোকান খোলা রাখছে। দোকানদাররা নিজেদের বাচ্চাদের খাওয়ানোর জন্য কিছুটা হলেও মুনাফা পাচ্ছে। জীবিকা নির্বাহ করার সুযোগ পাচ্ছে। মানুষ মসজিদে গিয়ে শারীরিক দূরত্ব বজায় রেখে নামাজ পড়ছে—এগুলো সম্ভবত তাদের (বিএনপির) সহ্য হচ্ছে না।’

মন্তব্যসাতদিনের সেরা