kalerkantho

বৃহস্পতিবার । ২৫ আষাঢ় ১৪২৭। ৯ জুলাই ২০২০। ১৭ জিলকদ ১৪৪১

নারী-শিশুর প্রতি সহিংসতা বাড়ায় মানবাধিকার কমিশনের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক   

২১ মে, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনাভাইরাস সংকটকালে নারী ও শিশুর প্রতি সহিংসতা বেড়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন। গতকাল বুধবার কমিশনের এক সভায় নারী ও শিশুর মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্তদের সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং বিভিন্ন সহযোগিতা কার্যক্রমে উপকারভোগী হিসেবে বাদ দেওয়ার আহ্বান জানানো হয়।

কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগমের সভাপতিত্বে অনলাইনে জাতীয় মানবাধিকার কমিশনের নারী ও শিশু অধিকার বিষয়ক থিমেটিক কমিটির ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিশনের সদস্য জেসমিন আরা বেগম, ড. নমিতা হালদার, মিজানুর রহমান খান, ড. আবুল হোসেন, নিজেরা করির সমন্বয়ক খুশী কবির, রোকেয়া কবির, শাহীন আনাম, মালেকা বানু, ফারাহ কবির, শাবনাজ জাহেরিন, শর্মিলা রাসুল, নাসিমা আক্তার জলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক তাসলিমা ইয়াসমিন অংশ নেন। জাতীয় মানবাধিকার কমিশনের জনসংযোগ কর্মকর্তা ফারহানা সাঈদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্তব্যসাতদিনের সেরা