kalerkantho

রবিবার। ২৪ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৭ জুন ২০২০। ১৪ শাওয়াল ১৪৪১

শ্রমিকদের এককালীন সহযোগিতার আহ্বান শ্রমিক আন্দোলনের

নিজস্ব প্রতিবেদক   

১৪ মে, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমানবিক কারণে ও দুর্দশা লাঘবে করোনা পরিস্থিতিতে কর্মহীন শ্রমিকদের ২৫ রমজানের মধ্যে ১৫ হাজার টাকা করে এককালীন সহযোগিতা করার আহ্বান জানিয়েছে ইসলামী শ্রমিক আন্দোলন। গতকাল দুপুরে পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন।

কর্মহীন শ্রমিকদের সংকট উত্তরণে সাত দফা প্রস্তাব তুলে ধরা হয় সম্মেলনে। সেগুলো হচ্ছে—গণমাধ্যমকর্মীদের জন্য উল্লেখযোগ্য প্রণোদনা ঘোষণা করে ঈদের আগেই তা পরিশোধের ব্যবস্থা করতে হবে; প্রবাসী শ্রমিক যাঁরা রেমিটেন্স যোদ্ধা; তাঁদের বেশির ভাগ মানুষ প্রবাসে থাকেন এবং  দেশে তাঁদের অনেক পরিবার মানবেতর জীবন যাপন করছেন, তাঁদের দ্রুত নগদ প্রণোদনার আওতায় আনতে হবে এবং আটকাপড়া শ্রমিকদের যাঁরা নিজের ইচ্ছায় দেশে আসতে চান তাঁদের সরকারি খরচে দেশে ফিরিয়ে আনতে হবে।

মন্তব্যসাতদিনের সেরা