kalerkantho

শনিবার । ২৭ আষাঢ় ১৪২৭। ১১ জুলাই ২০২০। ১৯ জিলকদ ১৪৪১

সংক্ষিপ্ত

ভার্চুয়াল বেঞ্চের প্রথম আদেশ ডলফিন রক্ষার

নিজস্ব প্রতিবেদক   

১৩ মে, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেহালদা নদীতে ডলফিন হত্যা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ডলফিন রক্ষায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে ৭২ ঘণ্টার মধ্যে ই-মেইলের মাধ্যমে আদালতকে জানাতে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি ওবায়দুল হাসানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার এ আদেশ দেন। এই প্রথম হাইকোর্ট বিভাগে ভার্চুয়াল শুনানির মাধ্যমে আদেশ দেওয়া হলো। রিট আবেদনের পক্ষে শুনানি করেন রিট আবেদনকারী আইনজীবী মো. আব্দুল কাইয়ুম। ভার্চুয়াল শুনানিতে রাষ্ট্রপক্ষে যুক্ত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্রনাথ বিশ্বাস ও অমিত তালুকদার। হালদা নদীর ডলফিন রক্ষায় প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে সোমবার হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চে রিট আবেদন দাখিল করেন অ্যাডভোকেট মো. আব্দুল কাইয়ুম। জনস্বার্থে এই রিট আবেদনটি দাখিল করা হয়।

মন্তব্যসাতদিনের সেরা