kalerkantho

শুক্রবার । ১৫ জ্যৈষ্ঠ ১৪২৭ । ২৯  মে ২০২০। ৫ শাওয়াল ১৪৪১

আজ সাংবাদিক শুভ রহমানের মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক   

১৩ মে, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআজ সাংবাদিক শুভ রহমানের মৃত্যুবার্ষিকী

লেখক, সাংবাদিক ও মুক্তিযোদ্ধা শুভ রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ বুধবার। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। শুভ রহমান ২০১৮ সালের ১৩ মে মারা যান। অর্ধশতকের বেশি সময় ধরে সাংবাদিকতায় যুক্ত ছিলেন শুভ রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া শেষে ১৯৬৩ সালে তিনি ‘দৈনিক খবরের কাগজ’ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা পেশায় যোগ দেন। তিনি কালের কণ্ঠ, জনকণ্ঠ, দৈনিক বাংলা, গণবাংলায় সুনামের সঙ্গে সাংবাদিকতা করেন। তিনি সাংবাদিক ইউনিয়নেরও নেতৃত্ব দিয়েছেন। নিয়মিত কলাম লেখার পাশাপাশি কবিতাও লিখেছেন শুভ রহমান।

মন্তব্যসাতদিনের সেরা