kalerkantho

শনিবার । ২৩ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৬ জুন ২০২০। ১৩ শাওয়াল ১৪৪১

সংক্ষিপ্ত

গণস্বাস্থ্য কেন্দ্র পিপিই বিতরণ শুরু করেছে

নিজস্ব প্রতিবেদক   

১০ মে, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদুটি আন্তর্জাতিক দাতা সংস্থার আর্থিক সহায়তায় গণস্বাস্থ্য কেন্দ্র কভিড-১৯ মহামারির বিরুদ্ধে স্বাস্থ্য সুরক্ষার জন্য পিপিই, হ্যান্ড গ্লাভস, সার্জিক্যাল মাস্ক ও গ্লাভস বিতরণ শুরু করেছে। গতকাল শনিবার গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, টাঙ্গাইল জেলার মির্জাপুর ও কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬০০ পিপিই, ৩০০০ হ্যান্ড গ্লাভস ও ৩০৭টি গগলস বিতরণ করা হয়। আজ রবিবার মোহাম্মদপুর ম্যাটারনাল সার্ভিস অ্যান্ড ফার্টিলিটি ট্রেনিং সেন্টারে ১৫০ জন ও আজিমপুর ম্যাটারনাল সার্ভিস অ্যান্ড ফার্টিলিটি ট্রেনিং সেন্টারে ১৫০ জনের মধ্যে পিপিই, হ্যান্ড গ্লাভস, সার্জিক্যাল মাস্ক, গগলস বিতরণ করা হবে। গণস্বাস্থ্য কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা