kalerkantho

বৃহস্পতিবার । ২৫ আষাঢ় ১৪২৭। ৯ জুলাই ২০২০। ১৭ জিলকদ ১৪৪১

সংক্ষিপ্ত

ফরিদপুরে বজ্রপাতে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

১০ মে, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেফরিদপুর সদরের ডিক্রির চর ইউনিয়নের পাল ডাঙ্গী ও সিঅ্যান্ডবি ঘাট এলাকায় বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে।  নিহতরা হলেন—ডিক্রির চর ইউনিয়নের আমিন সিকদারের ডাঙ্গী গ্রামের কামাল বেপারীর ছেলে সুজন বেপারী, একই ইউনিয়নের ক্ষিদির বিশ্বাসের ডাঙ্গী গ্রামের মোহাম্মদ খাঁর ছেলে বাবু খাঁ এবং পাল ডাঙ্গী গ্রামের জয়নাল মোল্লার ছেলে রিপন মোল্লা। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরে সিঅ্যান্ডবি ঘাট এলাকায় ট্রাকচালক সুজন বেপারী বজ্রপাতে আহত হন। তাঁকে ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রায় একই সময় ডিক্রির চরের পাল ডাঙ্গীতে পদ্মা নদীর চরে অবস্থান করা চারজন বজ্রপাতে আহত হন। ওই চারজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবু খাঁ ও রিপনকে মৃত ঘোষণা করেন। আহত আসলাম মোল্লা ও মো. টগর মিয়া ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

মন্তব্যসাতদিনের সেরা