kalerkantho

রবিবার । ২৮ আষাঢ় ১৪২৭। ১২ জুলাই ২০২০। ২০ জিলকদ ১৪৪১

সংক্ষিপ্ত

অনলাইনে লাইভ ক্লাসের অনুমতি চায় কোচিং সেন্টারগুলো

নিজস্ব প্রতিবেদক   

৫ মে, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনার এ সময়ে অনলাইনে লাইভ ক্লাস শুরুর অনুমতি চায় কোচিং সেন্টারগুলো। একই সঙ্গে সরকারের কাছে আর্থিক অনুদানও চেয়েছে তারা। গত রবিবার কোচিং সেন্টার মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব শ্যাডো এডুকেশন বাংলাদেশ এ ব্যাপারে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জমা দেয়। সংগঠনের আহ্বায়ক মুক্তিযোদ্ধা মো. ইমাদুল হক স্বাক্ষরিত আবেদনে বলা হয়, ভয়াল করোনার কারণে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। সংসদ টেলিভিশনে ক্লাস সম্প্রচার করা হচ্ছে। পাশাপাশি আমাদের সংগঠনটিকে অনলাইন লাইভ ক্লাসের অনুমতি দিলে শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি প্রশ্নোত্তর পর্বও চলমান রাখা সম্ভব। যা অনেকাংশে শ্রেণিকক্ষে বসে ক্লাস করার মতোই হবে। আবেদনে আরো বলা হয়, ক্লাসের বাইরে শিক্ষার্থীদের সহযোগিতা করে যাচ্ছে ছায়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। কিন্তু করোনায় তা বন্ধ। ফলে এখানে কর্মরত অর্ধকোটি মানুষ বেকার হয়ে পড়েছে।

মন্তব্যসাতদিনের সেরা