kalerkantho

বুধবার । ২০ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৩ জুন ২০২০। ১০ শাওয়াল ১৪৪১

সংক্ষিপ্ত

সাংবাদিক কাজলের মুক্তি দাবি সিপিজের

বিশেষ প্রতিনিধি ও কূটনৈতিক প্রতিবেদক   

৫ মে, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসাংবাদিক শফিকুল ইসলাম কাজলের মুক্তির দাবি জানিয়েছে বিশ্বব্যাপী সাংবাদিকদের সুরক্ষায় সোচ্চার কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। নিউ ইয়র্কভিত্তিক সংস্থাটি গতকাল সোমবার এক বিবৃতিতে এ দাবি জানিয়েছে। বিবৃতিতে সিপিজের এশিয়া কর্মসূচির সমন্বয়ক স্টিভেন বাটলার বলেন, ‘৫৪ দিন ধরে নিখোঁজ থাকা সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে অনতিবিলম্বে মুক্তি দেওয়া উচিত।’ তিনি বলেন, ‘কাজল অপরাধী নন, অপরাধের শিকার। কাজলকে আটকে রাখা ও জিজ্ঞাসাবাদ করা ক্ষমতার অপব্যবহার।’

‘সত্য গোপনের অপচেষ্টা’

হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি) মনে করে, প্রকৃত সত্য গোপনের জন্য সাংবাদিক কাজলকে হেনস্তা করা হচ্ছে। গতকাল এক বিবৃতিতে তারা এর তীব্র নিন্দা জানিয়ে অনতিবিলম্বে তাঁকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছে মানবাধিকার সংস্থাটি। গত ১০ মার্চ পাক্ষিক সাময়িকী ‘পক্ষকাল’-এর কার্যালয় থেকে বের হওয়ার পর নিখোঁজ হন সাংবাদিক কাজল। ৩ মে বেনাপোল থেকে তাঁকে উদ্ধার করা হয়।

মন্তব্যসাতদিনের সেরা