kalerkantho

শুক্রবার । ১৯ আষাঢ় ১৪২৭। ৩ জুলাই ২০২০। ১১ জিলকদ  ১৪৪১

নিয়ম রক্ষায় এক দিনের জন্য বসছে সংসদ অধিবেশন

নিজস্ব প্রতিবেদক   

৭ এপ্রিল, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিশ্বব্যাপী করোনা পরিস্থিতির ভয়াবহতার পরও সাংবিধানিক নিয়ম রক্ষায় এক দিনের জন্য বসছে একাদশ জাতীয় সংসদের সপ্তম অধিবেশন। আগামী ১৮ এপ্রিল  স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হবে। করোনা সতর্কতা মেনে সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অধিবেশনে অংশ নেবেন বলে জানা গেছে। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী, একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ কার্যদিবসের মধ্যে পরবর্তী অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। সে ক্ষেত্রে আগামী ১৮ এপ্রিলের মধ্যে সংসদের পরবর্তী অধিবেশন বসতে হবে। কারণ চলতি সংসদের সর্বশেষ ষষ্ঠ অধিবেশন শেষ হয়েছিল ১৮ ফেব্রুয়ারি। সেই হিসাবে সংবিধান প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাতীয় সংসদের সপ্তম অধিবেশন আহ্বান করেছেন।

মন্তব্য