kalerkantho

শুক্রবার । ১৯ আষাঢ় ১৪২৭। ৩ জুলাই ২০২০। ১১ জিলকদ  ১৪৪১

খালেদা জিয়ার উপদেষ্টা জাফরুল হাসান আর নেই

নিজস্ব প্রতিবেদক   

৭ এপ্রিল, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা এবং শ্রমিক নেতা জাফরুল হাসান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সোমবার দুপুরে ৭৪ বছর বয়সে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তিনি মারা যান। গতকাল ঢাকায় জানাজা শেষে তাঁকে ফরিদপুর শহরের আলীপুর কবরস্থানে দাফন করা হয়। তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতা এবং ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

জাফরুল হাসান বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিবিএ সাধারণ সম্পাদক ছিলেন। তিনি রাজনীতিতে বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক এবং শ্রমিক দলের সাধারণ সম্পাদক ছিলেন। এ ছাড়াও তিনি আন্তর্জাতিক শ্রমিক ফোরাম পিএসআই, আইপিইউসি, সার্ক দেশগুলোর শ্রমিক ফোরামসহ বিভিন্ন আন্তর্জাতিক শ্রম সংগঠনের প্রতিনিধি হিসেবে যুক্ত ছিলেন।

জাফরুল হাসানের মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেইন, বিলসের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান সিরাজ ও মহাসচিব নজরুল ইসলাম খান শোক প্রকাশ করেছেন।

মন্তব্য