kalerkantho

মঙ্গলবার । ১২ মাঘ ১৪২৭। ২৬ জানুয়ারি ২০২১। ১২ জমাদিউস সানি ১৪৪২

সংক্ষিপ্ত

প্রধানমন্ত্রীর তহবিলে দুই কোটি টাকা দিল রূপায়ণ গ্রুপ

নিজস্ব প্রতিবেদক   

৭ এপ্রিল, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রধানমন্ত্রীর তহবিলে দুই কোটি টাকা দিল রূপায়ণ গ্রুপ

গত রবিবার করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রীর কল্যাণ ও ত্রাণ তহবিলে দুই কোটি টাকার আর্থিক অনুদান দেয় রূপায়ণ গ্রুপ। ছবি : কালের কণ্ঠ

করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রীর কল্যাণ ও ত্রাণ তহবিলে দুই কোটি টাকার আর্থিক অনুদান দিয়েছে রূপায়ণ গ্রুপ। গত রবিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ অনুদানের চেক হস্তান্তর করা হয়। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের কাছে অনুদানের চেক তুলে দেন রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান আলী আকবর খান রতন এবং রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান ও দেশ রূপান্তর পত্রিকার প্রকাশক মাহির আলী খান রাতুল। এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের কক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভিডিও কনফারেন্সে রূপায়ণ গ্রুপের পক্ষ থেকে কথা বলেন মাহির আলী খান রাতুল। ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীকে তিনি জানান, রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান এল এ মুকুল এর আগেও দেশের ক্রান্তিলগ্নে মানুষের জন্য কাজ করেছেন। ভবিষ্যতেও দেশের যেকোনো প্রয়োজনে কাজ করতে তিনি প্রতিজ্ঞাবদ্ধ। এ সময় রূপায়ণ গ্রুপের কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা