kalerkantho

বৃহস্পতিবার । ২৫ আষাঢ় ১৪২৭। ৯ জুলাই ২০২০। ১৭ জিলকদ ১৪৪১

জি এম কাদের বললেন

প্রধানমন্ত্রীর প্রণোদনা সময়োপযোগী

নিজস্ব প্রতিবেদক   

৬ এপ্রিল, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, করোনাভাইরাস এখন বিশ্বের সমস্যা, বাংলাদেশও এ সমস্যার বাইরে নয়। বিশ্বব্যাপী মন্দার আশঙ্কা দেখা দিয়েছে, এর প্রভাব বাংলাদেশেও পড়তে পারে। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭২ হাজার ৭৫০ কোটি টাকার যে অর্থনৈতিক প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন তা সময়োপযোগী। প্রধানমন্ত্রীর উদ্যোগকে সাধুবাদ জানিয়ে গতকাল রবিবার এক বিবৃতিতে জি এম কাদের বলেন, স্বল্প সুদের এ ঋণ অত্যন্ত কার্যকর হিসেবে বিবেচিত হবে। এ ছাড়া বেসরকারি ব্যাংকগুলোও এ ঋণ কার্যক্রমে অংশ নিতে পারবে।

মন্তব্যসাতদিনের সেরা