kalerkantho

বৃহস্পতিবার । ২৫ আষাঢ় ১৪২৭। ৯ জুলাই ২০২০। ১৭ জিলকদ ১৪৪১

স্থগিত জব্বারের বলিখেলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

৬ এপ্রিল, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচট্টগ্রামের ঐতিহ্যবাহী ১১০ বছরের পুরনো আব্দুল জব্বারের বলিখেলা ও বৈশাখী মেলা এবার হচ্ছে না। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে চট্টগ্রামের ঐতিহ্যবাহী আয়োজনটি এবার স্থগিত করেছে আয়োজক কর্তৃপক্ষ। আয়োজক কমিটির সভায় গতকাল রবিবার এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির সভাপতি ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘করোনা পরিস্থিতির উদ্বেগজনক অবস্থায় নববর্ষের অনুষ্ঠানও স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করে আমরাও চট্টগ্রামের ঐতিহাসিক এ আয়োজন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।’ ১৯০৯ সালে শুরু হওয়া এই আয়োজনের এবার ১১১তম আসর। সার্বিক বৈশ্বিক এবং দেশীয় পরিস্থিতি বিবেচনায় এবারই প্রথমবারের মতো আয়োজন স্থগিত করতে হচ্ছে বলে তিনি জানান। ব্রিটিশবিরোধী আন্দোলনে দেশের যুবসমাজকে সংগঠিত করতে ১৯০৯ সালে স্থানীয় আব্দুল জব্বার সওদাগর নগরের লালদীঘির মাঠে আয়োজন করেন কুস্তি প্রতিযোগিতা।

মন্তব্যসাতদিনের সেরা