kalerkantho

সোমবার । ১৮ জ্যৈষ্ঠ ১৪২৭ । ১  জুন ২০২০। ৮ শাওয়াল ১৪৪১

ভোলায় তিন দিনেও আসেনি করোনার নমুনা রিপোর্ট

ভোলা প্রতিনিধি   

৬ এপ্রিল, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেভোলায় করোনাভাইরাস সন্দেহে নমুনা সংগ্রহ করে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠনো নমুনার রিপোর্ট তিন দিনেও পাওয়া যায়নি বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন রতন কুমার ঢালী। এ বিষয়ে আইইডিসিআরে ফোন দেওয়া হলে তাদের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এ পরিস্থিতিতে নিজেদের মতো করেই রোগীদের চিকিৎসা দিচ্ছেন ভোলা সদর হাসপাতালের চিকিৎসকরা।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সিভিল সার্জনের নেতৃত্বে সাত উপজেলা ও ভোলা সদর হাসপাতাল থেকে ১৪ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। গত শনিবার আরো আটজনের নমুনা পাঠানো হয়। গতকাল রবিবার ভোলা সদরের পাঁচ, দৌলতখানের দুই, তজুমুদ্দিনের চার ও চরফ্যাশন উপজেলার একজনসহ মোট ১২ জনের নমুনা সংগ্রহ করেন সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকরা। এ পর্যন্ত মোট ৩৪ জনের রিপোর্ট অপেক্ষমাণ রয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা