kalerkantho

বৃহস্পতিবার । ২৫ আষাঢ় ১৪২৭। ৯ জুলাই ২০২০। ১৭ জিলকদ ১৪৪১

কয়েকটি দেশ থেকে প্রবাসীদের ফেরত আনবে সরকার

নিজস্ব প্রতিবেদক   

৬ এপ্রিল, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমানবিক কারণে বিশ্বের কয়েকটি দেশ থেকে প্রবাসী বাংলাদেশিদের ফেরত আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাচাই-বাছাই করে তাঁদের ফেরত আনা হবে। গতকাল রবিবার প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে করোনাভাইরাসে উদ্ভূত পরিস্থিতিতে বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের জন্য করণীয় বিষয়ে একটি আন্ত মন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বলেন, করোনা ভাইরাসের কারণে মানবিক বিবেচনায় কয়েকটি দেশ থেকে প্রবাসী বাংলাদেশি কর্মীদের ফেরত আনা হচ্ছে। বিপদগ্রস্ত বাংলাদেশি কর্মীদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে সভায় সিদ্ধান্ত হয়। প্রাথমিকভাবে কুয়েত থেকে ৩১৬ জন কর্মীকে ফেরত আনা হবে। আর দক্ষিণ কোরিয়ায় কর্মরত ১৫০ জন কর্মী এবং সেখানে অধ্যয়নরত ২৬ শিক্ষার্থীকে বাংলাদেশ থেকে বিশেষ বিমানে কোরিয়ায় পাঠানো হবে।

মন্তব্যসাতদিনের সেরা