kalerkantho

বৃহস্পতিবার । ২৫ আষাঢ় ১৪২৭। ৯ জুলাই ২০২০। ১৭ জিলকদ ১৪৪১

তিন দিন ধরে নো ম্যানস ল্যান্ডে এক নারী

খাগড়াছড়ি প্রতিনিধি   

৫ এপ্রিল, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেখাগড়াছড়ি জেলার রামগড়ে ফেনী নদীর তীরে নো ম্যানস ল্যান্ডে তিন দিন ধরে রয়েছেন মানসিক ভারসাম্যহীন এক নারী। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বলছে, ওই নারী ভারতীয়। তবে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাঁকে গ্রহণ করতে অস্বীকৃতি জানাচ্ছে। রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তারিকুল হাকিম জানান, গত বৃহস্পতিবার দুপুরে রামগড়ের এসডিও বাংলো এলাকার সীমান্ত দিয়ে ওই নারী বাংলাদেশে ঢোকেন। বিজিবি সদস্যরা তাঁকে ভারতের দিকে ঠেলে দিলে তিনি নদী পার হয়ে ভারতে ঢোকার চেষ্টা করেন। কিন্তু ওপারে বিএসএফ সদস্যরাও তাঁকে বাধা দিলে তিনি নো ম্যানস ল্যান্ডে আটকা পড়েন। ওই নারী কথা না বলায় তাঁর নাগরিকত্ব জানা যাচ্ছে না। বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে কয়েক দফা বৈঠকে কোনো সমাধান আসেনি। বিজিবি কর্মকর্তা তারিকুল হাকিম বলেন, ‘করোনার কারণে উভয় দেশেই লকডাউন চলছে। এ সময় তাঁকে গ্রহণ করার মতো ঝুঁকি কোনো দেশই নিতে রাজি হচ্ছে না। তবে বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে।’

মন্তব্যসাতদিনের সেরা