kalerkantho

শনিবার । ২৩ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৬ জুন ২০২০। ১৩ শাওয়াল ১৪৪১

‘যাত্রীবাহী লঞ্চকে আইসোলেশন সেন্টার করা হবে’

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

৫ এপ্রিল, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে‘যাত্রীবাহী লঞ্চকে আইসোলেশন সেন্টার করা হবে’

যাত্রীবাহী লঞ্চগুলোকে ‘আইসোলেশন সেন্টার’ করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, করোনাভাইরাস সংক্রমণ রোধ করার ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি অনুসরণ করে যাত্রীবাহী লঞ্চগুলোকে ‘আইসোলেশন সেন্টার’ করার জন্য প্রস্তুত রাখা হয়েছে।

এ ব্যাপারে লঞ্চ মালিকদের সম্মতি পাওয়া গেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। গতকাল শনিবার ঢাকা সদরঘাটে নৌযানে করোনা সংক্রমণ প্রতিরোধে লঞ্চ মালিকদের সঙ্গে এক মতবিনিময়সভায় এসব কথা বলেন তিনি। খালিদ মাহমুদ চৌধুরী বলেন, লঞ্চগুলোতে ‘আইসোলেশন সেন্টার’ করা হলে উপকূলীয় অঞ্চলে যেখানে করোনাভাইরাসের সংক্রমণে কভিড-১৯ রোগের আক্রান্তদের চিকিৎসা পৌঁছেনি, সেখানে আক্রান্ত হলে এ ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ হবে।’

মন্তব্যসাতদিনের সেরা