kalerkantho

রবিবার । ২৮ আষাঢ় ১৪২৭। ১২ জুলাই ২০২০। ২০ জিলকদ ১৪৪১

সংক্ষিপ্ত

চিকিৎসকদের দুই হাজার পিপিই দিল এস আলম গ্রুপ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

৪ এপ্রিল, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচট্টগ্রামের চিকিৎসকদের জন্য দুই হাজার পারসোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) দিয়েছে দেশের অন্যতম শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপ। গতকাল শুক্রবার সকাল ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের হাতে এসব পিপিই তুলে দেন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের ব্যক্তিগত সহকারী আকিজ উদ্দিন। অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন বলেন, ‘করোনা মহামারির এ সময়ে বাংলাদেশের অন্যতম বড় ইস্যু পিপিই। যেটা নিয়ে অনেক কথা, লেখালেখি, সংবাদ প্রচারিত হয়েছে। চীন থেকে আমাদের দেশে পিপিই পৌঁছেছে। পাশাপাশি আমাদের দেশের শিল্পপতিরাও এগিয়ে আসছেন। আজকে তারই উদাহরণ হিসেবে এস আলম গ্রুপের পক্ষ থেকে দুই হাজার পিপিই পেয়েছি আমরা।’ জেলা প্রশাসক বলেন, ‘এসব পিপিই চট্টগ্রামের চিকিৎসকদের চিকিৎসা প্রদানে সহায়তা করবে। যেসব চিকিৎসক পিপিই না থাকার কারণে চিকিৎসা দিতে ভয় পাচ্ছেন, তাঁদের ভয় আর থাকবে না।’

মন্তব্যসাতদিনের সেরা