kalerkantho

শুক্রবার । ১৫ জ্যৈষ্ঠ ১৪২৭ । ২৯  মে ২০২০। ৫ শাওয়াল ১৪৪১

আহত এসি ল্যান্ডকে আনা হলো ঢাকা সিএমএইচে

নিজস্ব প্রতিবেদক   

২ এপ্রিল, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনা প্রতিরোধে প্রচারাভিযান পরিচালনার সময় মোটরসাইকেলের ধাক্কায় আহত যশোরের ঝিকরগাছার সহকারী কমিশনার (ভূমি) ডা. কাজী নাজিব হাসানকে ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয়েছে। গতকাল ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে বিমানবাহিনীর একটি বেল-২১২ হেলিকপ্টারে করে তাঁকে ঢাকায় নেওয়া হয়।

আইএসপিআর জানায়, সশস্ত্র বাহিনী বিভাগের ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় করোনাভাইরাস প্রতিরোধে বেসামরিক প্রশাসনকে সহায়তা দেওয়ার লক্ষ্যে বিমানবাহিনী জরুরি বিমান পরিবহন এবং মেডিক্যাল ইভাকোয়েশন সহায়তা দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় মেডিক্যাল ইভাকোয়েশন মিশনের মাধ্যমে ডা. কাজী নাজিব হাসানকে বিমানবাহিনীর বেল-২১২ হেলিকপ্টারের মাধ্যমে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। গত রবিবার ঝিকরগাছায় করোনা সংক্রমণ প্রতিরোধ বিষয়ক প্রচারকাজ পরিচালনার সময় একটি মোটরসাইকেল নাজিব হাসানকে সজোরে ধাক্কা দেয়।

মন্তব্যসাতদিনের সেরা