kalerkantho

শনিবার । ১৬ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৩০  মে ২০২০। ৬ শাওয়াল ১৪৪১

চট্টগ্রামে করোনায় মারা গেলে দাফন আরেফিননগরে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

১ এপ্রিল, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনাভাইরাসের সংক্রমণে কারো মৃৎত্যু হলে সেই মরদেহ সরকারি ব্যবস্থাপনায় চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার আরেফিননগর কবরস্থানে দাফন করা হবে। করোনাভাইরাস সংক্রমণ ও বিস্তার রোধ এবং আক্রান্তদের ব্যবস্থাপনা বিষয়ক এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ২৯ মার্চ চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. মাহবুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এবং চট্টগ্রামে করোনাভাইরাস প্রতিরোধ ও মোকাবেলা কমিটির প্রধান আ জ ম নাছির উদ্দীন।

মন্তব্যসাতদিনের সেরা