kalerkantho

শনিবার । ১৬ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৩০  মে ২০২০। ৬ শাওয়াল ১৪৪১

সীতাকুণ্ডে ৪০ জনের নমুনা পরীক্ষা, ৩৪ জনের শরীরে মেলেনি করোনা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ও সীতাকুণ্ড প্রতিনিধি   

১ এপ্রিল, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেচট্টগ্রামে করোনা পরীক্ষার একমাত্র প্রতিষ্ঠান সীতাকুণ্ডের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) করোনাভাইরাস পরীক্ষার কিট আসার পর গত ছয় দিনে মোট ৪০ জন সন্দেহভাজন রোগীর নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গত সোমবার পর্যন্ত ৩৪ জনের পরীক্ষায় একজনের শরীরেও করোনার অস্তিত্ব মেলেনি। অন্য ছয়জনের নমুনা পরীক্ষা হয়েছে গতকাল মঙ্গলবার। এদিকে সরকারের পক্ষ থেকে হাসপাতালটিকে আরো ৮৫০টি করোনা পরীক্ষার কিট দেওয়া হয়েছে। গত সোমবার বিকেলে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি নিজে এসে বিআইটিআইডি হাসপাতালে কিটগুলো হস্তান্তর করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চট্টগ্রামের সন্দেহভাজন করোনা রোগীদের নমুনা পরীক্ষার জন্য একমাত্র প্রতিষ্ঠান বিআইটিআইডিতে গত ২৬ মার্চ করোনা পরীক্ষার কিট হস্তান্তর করা হয়। এরপর থেকে এখানে নিয়মিত সন্দেহভাজন রোগীদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে। সেই থেকে গতকাল পর্যন্ত ছয় দিনে এখানে মোট ৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়। গতকাল পরীক্ষা করা হয়েছে ছয়জনের। তাদের ফলাফল বুধবার আইইডিসিআর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে। অন্যদিকে এর আগে পরীক্ষা করা ৩৪ জনের মধ্যে কারোর শরীরেই করোনার অস্তিত্ব মেলেনি বলে জানিয়েছেন বিআইটিআইডি পরিচালক ডা. এম এ হাসান।

মন্তব্যসাতদিনের সেরা