kalerkantho

শনিবার । ২৩ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৬ জুন ২০২০। ১৩ শাওয়াল ১৪৪১

সংক্ষিপ্ত

চার দিনে সুস্থ ১০, আক্রান্ত ৩ মৃত্যু নেই

নিজস্ব প্রতিবেদক   

১ এপ্রিল, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেগত চার দিনে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে তিনজন আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ১০ জন। যারা সুস্থ হয়েছে তাদের মধ্যে আগের দিন ৮০ বছরের একজন ও গতকাল ৭০ বছরের একজনসহ ষাটোর্ধ্ব বয়সের কয়েকজন নারী-পুরুষ রয়েছেন। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিং থেকে এ তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, এ পর্যন্ত দেশে মোট এক হাজার ৬০২টি নমুনা পরীক্ষা করে ৫১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা গেছে, যাদের মধ্যে পাঁচজন মারা গেছে। ড. ফ্লোরা জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত দুজনই পুরুষ। তাদের একজনের বয়স ৫৭ বছর। তিনি সৌদি আরব থেকে এসেছেন। তাঁর ডায়াবেটিস আছে। আরেকজনের বয়স ৫৫ বছর। তাঁর বিদেশ ভ্রমণের কোনো ইতিহাস নেই। তাঁরা দুজনই শারীরিকভাবে সুস্থ আছেন। শেষের জন কিভাবে আক্রান্ত হলেন সেটি খুঁজে দেখা হচ্ছে। ব্রিফিংয়ে জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৪০টি, যার মাধ্যমে ওই দুজনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়। ড. ফ্লোরা জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় ছয়জন সুস্থ হয়েছে। তাদের শরীরে সংক্রমণ নেই। তাদের মধ্যে একজনের বয়স ৭০ বছর। চারজনের বয়স ৩০-৪০-এর কোঠায়। তাঁদের মধ্যে একজন নার্স। তিনি সুস্থ হয়েছেন। সব মিলিয়ে ২৫ জন করোনামুক্ত হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা