kalerkantho

বৃহস্পতিবার । ২৫ আষাঢ় ১৪২৭। ৯ জুলাই ২০২০। ১৭ জিলকদ ১৪৪১

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বিজিবি ও আনসারের এক দিনের বেতন

নিজস্ব প্রতিবেদক   

৩১ মার্চ, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় বিজিবির সব সদস্যের এক দিনের বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করা হয়েছে। গত রবিবার বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম ভিডিও কনফারেন্সের মাধ্যমে টাকা প্রদান করেন।

বিজিবি সূত্র জানায়, বাহিনীটির সর্বস্তরের সদস্যদের এক দিনের বেতনের সমপরিমাণ দুই কোটি ৫২ লাখ দুই হাজার ৮০৩ টাকা এবং বিজিবির কল্যাণ তহবিল থেকে ১০ কোটি টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান করা হয়েছে।

অন্যদিকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে সব কর্মকর্তা-কর্মচারী, ব্যাটালিয়ন আনসার এবং মহিলা আনসার সদস্যরা এক দিনের বেতনের টাকা প্রদান করে।

মন্তব্যসাতদিনের সেরা