kalerkantho

বৃহস্পতিবার । ১৮ আষাঢ় ১৪২৭। ২ জুলাই ২০২০। ১০ জিলকদ  ১৪৪১

সাবেক ভূমি প্রতিমন্ত্রী ইসমাইল মারা গেছেন

লক্ষ্মীপুর প্রতিনিধি   

৩১ মার্চ, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনোয়াখালী-১১ (বর্তমান লক্ষ্মীপুর-২) আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক ভূমি প্রতিমন্ত্রী মোহাম্মদ ইসমাইল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সোমবার দুপুরে ঢাকার বারিধারার বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। তাঁর ছেলে সুপ্রিম কোর্টের আইনজীবী সিহাব উদ্দিন মাহমুদ জানান, গতকাল বাদ মাগরিব বারিধারায় জানাজা শেষে তাঁর লাশ বনানী কবরস্থানে দাফন করা হয়। তিনি চার মেয়ে, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মোহাম্মদ ইসমাইলের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার রাখালিয়ায়। তিনি ১৯৭৯ সালে নোয়াখালী-১১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮০ সালে তিনি ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। তিনি বিএনপির প্রতিষ্ঠাকালীন ভাইস চেয়ারম্যান ছিলেন।

মন্তব্য