kalerkantho

সোমবার । ১৮ জ্যৈষ্ঠ ১৪২৭ । ১  জুন ২০২০। ৮ শাওয়াল ১৪৪১

সংক্ষিপ্ত

ঘরে বসে করোনা ঝুঁকি পরীক্ষার সফটওয়্যার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক   

৩১ মার্চ, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসরকারের আইসিটি বিভাগের সহায়তায় তৈরি ঘরে বসেই করোনাভাইরাসের ঝুঁকি পরীক্ষা করার সফটওয়্যার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্্মদ পলক অনলাইন সংবাদ সম্মেলনের মাধ্যমে সফটওয়্যারটি উদ্বোধন করেন।

‘করোনাভাইরাস রিস্ক অ্যাসেসমেন্ট টেস্ট টোল’ নামের এই সফটওয়্যারটির ওয়েব ঠিকানা www.livecoronatest.com। এটি সহজেই মোবাইল ফোনে ব্যবহার করা যায়। এ ওয়েবসাইটে যুক্ত হয়ে নিজের অবস্থান, বয়স, লিঙ্গ, ফোন, অভ্যাস, শারীরিক অবস্থাসংক্রান্ত কিছু প্রশ্নের উত্তর দিলে সফটওয়্যারটি স্বয়ক্রিয়ভাবে করোনা ঝুঁকি কতটুক, তা জানিয়ে দেবে। সফটওয়্যারটি উদ্বোধনের সময় প্রতিমন্ত্রী বলেন, এটি ব্যবহার করে যে কেউ ঘরে বসেই করোনাভাইরাসের ঝুঁকি পরীক্ষা করে নিতে পারবেন। সে অনুসারে ব্যবস্থা নিতে পারবেন। ফলে আইইডিসিআরের কল সেন্টারের ফোন দেওয়ার প্রয়োজনীয়তা অনেকখানিই হ্রাস পাবে। এমনকি প্রাথমিক অবস্থায় ডাক্তারদের ওপরও চাপ কিছুটা কমবে।

মন্তব্যসাতদিনের সেরা