kalerkantho

মঙ্গলবার । ১৯ জ্যৈষ্ঠ ১৪২৭ । ২ জুন ২০২০। ৯ শাওয়াল ১৪৪১

সাংবাদিকসহ আটজনের প্রাণ গেল সড়কে

কালের কণ্ঠ ডেস্ক   

৩১ মার্চ, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেছয় জেলায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক, যুবদল নেতা, মসজিদের ইমামসহ আটজনের প্রাণ গেছে। ঠাকুরগাঁওয়ে পাওয়ারট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী দুই কাকাতো ভাই। গত শনিবার থেকে গতকাল সোমবার বিকেল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।

লক্ষ্মীপুর : গত রবিবার রাতে জেলার রামগতির গুচ্ছগ্রাম ও সদর উপজেলার লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের পল্লীবিদ্যুৎ সমিতি এলাকায় নিহত হন সাংবাদিক রাশেদ খান হেলাল (৬৫) ও ওমর ফারুক (৪২)।

সাপাহার (নওগাঁ) : পোরশা উপজেলার বেজোড়া মোড় এলাকায় গতকাল বিকেলে চার্জার ভ্যান ও ইঞ্জিনচালিত ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই চার্জার আরোহী আব্দুল হাকিম (৫০) ও ছাদিকুল (৪০) নিহত হয়েছেন।

বেনাপোল : শার্শা উপজেলার বাগআঁচড়ার আমলাই নামক স্থানে গতকাল ইজিবাইক ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হন মোটরসাইকেলের চালক আব্দুর রাজ্জাক (৫৫)।

কুড়িগ্রাম (আঞ্চলিক) : রৌমারীতে শনিবার সকালে বালুভর্তি দ্রুতগতির ট্রাক্টরের চাপায় আহত পথচারী আব্দুল মতিন (৪২) মারা গেছেন।

শিবচর (মাদারীপুর) : দুপুরে মহেন্দ্র ও মোটরসাইকেলের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম ইব্রাহিম খান (১৯)।

ধুনট (বগুড়া) : শেরপুর উপজেলার মহিপুরের ঢাকা-বগুড়া মহাসড়কে গতকাল ভোরে ট্রাকচালক রিপন হোসেন  নিহত ও তিনজন আহত হন।

ঠাকুরগাঁও : রুহিয়া ঢোলারহাট ইউনিয়ন পরিষদের সামনে রবিবার রাতে দুর্ঘটনায় দুইজন আহত হন।

মন্তব্যসাতদিনের সেরা