kalerkantho

শুক্রবার । ২২ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৫ জুন ২০২০। ১২ শাওয়াল ১৪৪১

সংক্ষিপ্ত

ইউপি সদস্যের কাছে ক্ষমা চাইলেন সেই এসি ল্যান্ড

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি   

৩০ মার্চ, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেলাঠিপেটার শিকার ইউপি সদস্যের কাছে ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের সেই এসি ল্যান্ড (সহকারী কমিশনার ভূমি) তরিকুল ইসলাম। ইউপি সদস্যকে পেটানোর খবর বিভিন্ন অনলাইন ও পত্রিকায় প্রকাশের পর শনিবার রাতে স্থানীয় আওয়ামী লীগের এক নেতার মাধ্যমে ওই ইউপি সদস্যকে নিজের অফিসে ডেকে নিয়ে ক্ষমা চান তিনি। এ সময় জেলা প্রশাসনের এক কর্মকর্তাও উপস্থিত ছিলেন।  লাঠিপেটার শিকার সৈয়দপুর ইউনিয়নের সদস্য গাজীউর রহমান গাজী জানান, তাঁকে এসি ল্যান্ড অফিসে ডাকা হয়েছিল। সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, তরিকুলসহ আরো কয়েকজন উপস্থিত ছিলেন। এ সময় হাত ধরে এসি ল্যান্ড নিজের ভুল স্বীকার করে ক্ষমা চান। এ সময় জেলা প্রশাসকও ফোন দিয়ে গাজীকে বিষয়টি মীমাংসা করে ফেলার অনুরোধ জানান। তবে গাজী জানান, এসি ল্যান্ডের অফিসে থাকাকালীন একটা আবেদনপত্রে তাঁর সই নেয়। অনেকটা চাপের মুখেই তিনি সেই আবেদনপত্রে সই দিয়েছেন।

মন্তব্যসাতদিনের সেরা