kalerkantho

শুক্রবার । ১৯ আষাঢ় ১৪২৭। ৩ জুলাই ২০২০। ১১ জিলকদ  ১৪৪১

শোক

২৮ মার্চ, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেশোক

মো. নিজাম উদ্দিন

বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের মেহেরগাজী গ্রামের বাসিন্দা মো. নিজাম উদ্দিন (৪৯) গত বৃহস্পতিবার দুপুরে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শুক্রবার সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বেতাগী (বরগুনা) প্রতিনিধি।

ফিরোজ শেখ

ফরিদপুর জেলা শ্রমিক লীগের শ্রমবিষয়ক সম্পাদক মো. ফিরোজ শেখ (৫৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শুক্রবার দুপুরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসাপতালে তিনি মারা যান। গতকাল বাদ আসর শহরের রেল মসজিদ চত্বরে জানাজা শেষে তাঁকে আলীপুর কবরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী, তিন মেয়ে, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন শোক প্রকাশ করেছেন। নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর।

মন্তব্য