kalerkantho

শুক্রবার । ১৯ আষাঢ় ১৪২৭। ৩ জুলাই ২০২০। ১১ জিলকদ  ১৪৪১

‘চুরি-ডাকাতি ঠেকাতে আইন-শৃঙ্খলা বাহিনী সজাগ’

নিজস্ব প্রতিবেদক   

২৮ মার্চ, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেস্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, চুরি-ডাকাতি ঠেকাতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ রয়েছে। করোনাভাইরাস প্রতিরোধে সবাই ঘরে অবস্থানের কারণে সুনসান নীরবতার মধ্যে যাতে চুরি-ডাকাতি করতে না পারে সে জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নিচ্ছে। এ ছাড়া করোনা প্রতিরোধে নাগরিকদের সচেতন হওয়ার ও বাসায় থাকার আহ্বান জানান তিনি। গতকাল শুক্রবার সকালে রাজধানীর ধানমণ্ডিতে নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নভেল করোনাভাইরাস প্রতিরোধে প্রায় সবার ঘরে অবস্থানের কারণে সুনসান পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ যাতে চুরি-ডাকাতি করতে না পারে সে জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ রয়েছে।’ তিনি আরো বলেন, ‘সবাই সচেতন হলে বাংলাদেশে কভিড-১৯ রোগ পরিস্থিতি ইউরোপের মতো হবে না বলে আশা করি।’

মন্তব্য