kalerkantho

বৃহস্পতিবার  । ২৬ চৈত্র ১৪২৬। ৯ এপ্রিল ২০২০। ১৪ শাবান ১৪৪১

‘প্রধানমন্ত্রীর ভাষণ দেশবাসীকে আশ্বস্ত করতে পারেনি’

নিজস্ব প্রতিবেদক   

২৭ মার্চ, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজাতির উদ্দেশে দেওয়া প্রধানমন্ত্রীর ভাষণ দেশবাসীকে আশ্বস্ত করতে পারেনি বলে দাবি করেছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে জোটের সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজসহ কেন্দ্রীয় পরিচালনা পরিষদের অন্য নেতারা বলেছেন, দেশবাসী প্রত্যাশা করেছিল বিশ্ববাসীর কাছ থেকে শিক্ষা নিয়ে প্রধানমন্ত্রীর ভাষণে দিকনির্দেশনামূলক ও আশ্বস্ত হওয়ার মতো বিষয় থাকবে। কিন্তু এর প্রতিফলন ভাষণে পাওয়া যায়নি। বিবৃতিতে বলা হয়, ‘বিশ্বব্যাপী করোনা মহামারিতে বিভিন্ন দেশ নানা পদক্ষেপ নিয়েছে। কিন্তু আমাদের সরকার শুরুতে করোনা সংক্রমণের ঝুঁকির বিষয়ে তেমন গুরুত্ব দেয়নি। দিন যত যাচ্ছে, করোনা সংক্রমণ তত বাড়ছে। অথচ দেশের ৬৪ জেলার মধ্যে ৬৩ জেলায় কোনো ভেন্টিলেটরের ব্যবস্থা নেই। ঢাকার হাসপাতালে মাত্র ২৯টি ভেন্টিলেটর রয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা