kalerkantho

সোমবার । ২২ আষাঢ় ১৪২৭। ৬ জুলাই ২০২০। ১৪ জিলকদ  ১৪৪১

খালেদার সঙ্গে মুুক্তি মিলল ফাতেমারও

নিজস্ব প্রতিবেদক   

২৬ মার্চ, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ৭৭৬ দিন পর গতকাল বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রিজন সেল তথা কারাগার থেকে ছয় মাসের জন্য মুক্তি পেয়েছেন। খালেদা জিয়ার সঙ্গে মুক্তি মিলেছে আরো একজনের। তাঁর নাম ফাতেমা। তিনি খালেদা জিয়ার গৃহকর্মী। নিজের ইচ্ছাতেই ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে খালেদা জিয়ার সঙ্গী হিসেবে কারাগার ও হাসপাতালের প্রিজন সেলে ছিলেন ফাতেমা। তাঁর বিরুদ্ধে কোনো মামলা না থাকলেও বা কোনো মামলায় সাজা না হলেও তাঁকে খালেদা জিয়ার সঙ্গেই কার্যত কারাবন্দি থাকতে হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা