kalerkantho

বৃহস্পতিবার  । ২৬ চৈত্র ১৪২৬। ৯ এপ্রিল ২০২০। ১৪ শাবান ১৪৪১

ক্রয়াদেশ না থাকলে কারখানা বন্ধের নির্দেশনা বিকেএমইএর

নিজস্ব প্রতিবেদক   

২৬ মার্চ, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেক্রয়াদেশ না থাকলে বর্তমান পরিস্থিতিতে পোশাক কারখানা বন্ধ রাখতে নির্দেশনা দিয়েছে নিট পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিকেএমইএ। সংগঠনটি বলেছে, জনসমাগম যত কম হবে, করোনাভাইরাসের সংক্রমণ তত কমবে। তাই অপ্রয়োজনে কারখানায় শ্রমিক এনে হাজিরা নেওয়ার প্রয়োজন নেই। কারণ কোনো প্রতিষ্ঠানের একজন শ্রমিক করোনায় আক্রান্ত হলে পুরো প্রতিষ্ঠানের পাশাপাশি আশপাশের কারখানাসহ পুরো এলাকা লকডাউন করা হতে পারে। এতে বিপদ আরো বাড়বে।

বিকেএমইএর সভাপতি এ কে এম সেলিম ওসমান গতকাল বুধবার দুপুরে এক বিবৃতিতে সংগঠনের সদস্যের প্রতি এই নির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে তিনি আজ বৃহস্পতিবার ও কাল শুক্রবার কারখানা বন্ধ রাখার অনুরোধ করেছেন।

সেলিম ওসমান আরো বলেন, ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তাই প্রতিষ্ঠানে যথেষ্ট কাজ না থাকলে এই ১০ দিন কারখানা বন্ধ রাখা যেতে যারে। তবে সে ক্ষেত্রে কারখানার শ্রমিক-কর্মচারীর বেতন-ভাতা সময়মতো প্রদানের বিষয়টি নিশ্চিত করতে হবে।

মন্তব্যসাতদিনের সেরা