kalerkantho

বৃহস্পতিবার । ২৫ আষাঢ় ১৪২৭। ৯ জুলাই ২০২০। ১৭ জিলকদ ১৪৪১

চট্টগ্রামের সড়কে জীবাণুনাশক মিশ্রিত পানি ছিটানো শুরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

২৬ মার্চ, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবন্দরনগরের প্রধান প্রধান সড়কে প্রতিদিন জীবাণুনাশক মিশ্রিত ৪২ হাজার লিটার পানি ছিটানো শুরু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। গতকাল বুধবার সকালে মেয়র আ জ ম নাছির উদ্দীন এই কার্যক্রম উদ্বোধন করেছেন।

গতকাল সকাল ১১টায় দামপাড়ায় ওয়াসার মোড় থেকে এ কার্যক্রম শুরু হয়। মেয়র জীবাণুনাশক ওষুধ মিশানো ভাউজারের পাইপ দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন। তিনি দামপাড়া থেকে মুরাদপুর মোড় পর্যন্ত প্রায় তিন কিলোমিটার হেঁটে জীবাণুনাশক মিশ্রিত পানি রাস্তায় ছিটাতে থাকেন।

কার্যক্রম উদ্বোধনকালে সিটি মেয়র বলেন, নগর পরিচ্ছন্ন রাখতে চসিকের উদ্যোগে সড়কে জীবাণুনাশক মেশানো পানি ছিটানো হচ্ছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই। এ ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রত্যেককেই সতর্কতার অংশ হিসেবে মুখে মাস্ক ব্যবহার করা, গণপরিবহন ও ময়লা পোশাক এড়িয়ে চলা, ফলমূলের রসসহ পর্যাপ্ত পানি পান করা, হ্যান্ডওয়াশ দিয়ে ভালো করে হাত ধোয়া, ডিম কিংবা মাংস রান্নার সময় ভালো করে সিদ্ধ করা, নিয়মিত থাকার ঘর, কাজের জায়গাসহ ঘরের আঙিনা পরিষ্কার রাখতে হবে।

মন্তব্যসাতদিনের সেরা