kalerkantho

সোমবার । ২২ আষাঢ় ১৪২৭। ৬ জুলাই ২০২০। ১৪ জিলকদ  ১৪৪১

সংক্ষিপ্ত
চট্টগ্রাম শিক্ষা বোর্ড

তিন কর্মকর্তাসহ ৬ জন হোম কোয়ারেন্টিনে!

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

২৬ মার্চ, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের তিন কর্মকর্তাসহ ১৬ জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন। করোনাভাইরাসে আক্রান্ত মায়ের সংস্পর্শে আসা কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ শিক্ষা বোর্ডের একটি সভায় যোগ দেওয়ায় তাঁরা সবাই কোয়ারেন্টিনে।

জানা যায়, গত রবিবার সকালে এইচএসসি পরীক্ষার কক্সবাজার অঞ্চলের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক প্রদীপ চক্রবর্তীর কক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়।

ওই অধ্যক্ষ বলেন, ‘আমার ষাটোর্ধ্ব মা ও ছোট ভাই সৌদি আরবে ওমরাহ শেষে গত ১৩ মার্চ দেশে ফেরেন। গত রবিবার সকালে মাকে হাসপাতালে ভর্তি করে আমি সভায় যাই। এর আগে ডেপুটি কন্ট্রোলারকে বারবার বলেছি, আমার মা অসুস্থ; আমার মিটিংয়ে যাওয়া উচিত হবে না। তিনি জোর করে আমাকে মিটিংয়ে নিয়ে গেছেন।’

তবে পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ জানান, মায়ের অসুস্থতার বিষয়টি অধ্যক্ষ তাঁদের জানাননি। বিষয়টি জানা থাকলে তাঁরা তাঁকে মিটিংয়ে অংশ নিতে বলতেন না।

মন্তব্যসাতদিনের সেরা