kalerkantho

বৃহস্পতিবার । ২৫ আষাঢ় ১৪২৭। ৯ জুলাই ২০২০। ১৭ জিলকদ ১৪৪১

সংক্ষিপ্ত

গণমাধ্যমকর্মীদের স্বাস্থ্য সুরক্ষা ও বেতন-ভাতা পরিশোধের আহ্বান বিএফইউজের

নিজস্ব প্রতিবেদক   

২৬ মার্চ, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসারা দেশে করোনাভাইরাস পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মোল্লা জালাল ও মহাসচিব শাবান মাহমুদ। এ ছাড়া গণমাধ্যমকর্মীদের স্বাস্থ্য সুরক্ষা ও কর্মস্থলে যাওয়া-আসার ব্যবস্থা করা এবং বেতনভাতা পরিশোধের দাবি জানিয়েছেন সংগঠনের নেতারা। গতকাল বুধবার এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ‘আমরা গভীর উৎকণ্ঠার সঙ্গে লক্ষ্য করছি, করোনাভাইরাসের মতো ভয়ংকর সংক্রামক ব্যাধি দ্রুত ছড়িয়ে পড়লেও ঢাকা ও ঢাকার বাইরে কর্মরত গণমাধ্যমকর্মীরা এখনো নিরাপত্তাহীনতায় নিজ নিজ প্রতিষ্ঠানে কাজ করছেন। চলমান পরিস্থিতিতেও কর্মস্থলে যেতে কর্মীদের জন্য কোনো বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে না।’ বিবৃতিতে গণমাধ্যম প্রতিষ্ঠানের মালিকদের কাছে জোর দাবি জানিয়ে বলা হয়, এই মুহূর্তে গণমাধ্যমকর্মীদের ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম (পিপিই) সরবরাহ, পরিবহন নিশ্চিতসহ বকেয়া বেতন-ভাতা পরিশোধ করা জরুরি। চলমান সংকটের সময় গণমাধ্যম প্রতিষ্ঠানের মালিকরা মানবিক দৃষ্টান্ত স্থাপন করলে সাংবাদিক সমাজ বিশেষভাবে উপকৃত হবে।

মন্তব্যসাতদিনের সেরা