kalerkantho

বৃহস্পতিবার । ২১ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৪ জুন ২০২০। ১১ শাওয়াল ১৪৪১

সংক্ষিপ্ত

অবাধ্য প্রবাসীদের জন্য ‘অতিথিশালা’

জয়পুরহাট প্রতিনিধি   

২৪ মার্চ, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেজয়পুরহাটে কোয়ারেন্টিনের আদলে নিরাপদ ‘অতিথিশালা’ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুরে নবনির্মিত ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি) করোনা পজিটিভ ব্যক্তিদের জন্য এই আয়োজন করা হয়েছে। তবে জয়পুরহাটে ফেরা যেসব প্রবাসী হোম কোয়ারেন্টিন মানছে না তাদেরই নিরাপদ এই অতিথিশালায় রাখার সিদ্ধান্ত হয়েছে। গত রবিবার বিকেল ৫টায় জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত করোনা ভাইরাস মোকাবেলায় প্রস্তুতি শীর্ষক মতবিনিময়সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, ‘জেলায় আগত যেসব প্রবাসী হোম কোয়ারেন্টিনে থাকবেন না বা সরকারি নিয়ম-নীতি মানছেন না তাঁদের গোপীনাথপুর আইএইচটির অতিথিশালায় রাখা হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে জয়পুরহাটে ফেরা সব প্রবাসীর হোম কোয়ারেন্টিন নিশ্চিত করা হবে। যাঁরা মানবেন না তাঁদের গোপীনাথপুরে অতিথিশালায় নেওয়া হবে। প্রয়োজন হলে তাঁদের পরিবারের থাকারও ব্যবস্থা করা হবে। অতিথিশালায় মানসম্পন্ন আবাসন এবং খাদ্যের ব্যবস্থা নিশ্চিত করা হবে।’ এ ছাড়া আবু সাঈদ আল মাহমুদ স্বপন করোনা প্রতিরোধে জেলায় এক লাখ ক্ষারযুক্ত সাবান বিতরণ এবং জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে পর্যাপ্ত হাত ধোয়ার ব্যবস্থা চালু করারও ঘোষণা দেন।

মন্তব্যসাতদিনের সেরা