kalerkantho

বুধবার । ২০ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৩ জুন ২০২০। ১০ শাওয়াল ১৪৪১

কামরান বললেন

কোয়ারেন্টিনের বিষয়টি আমি জানতাম না

নিজস্ব প্রতিবেদক   

২০ মার্চ, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেলন্ডন থেকে ফিরে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে সিলেটের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান বলেছেন, ‘বিদেশ থেকে ফেরার সময় বিমানবন্দর বা সরকারের পক্ষ থেকে আমাকে কেউ কোয়ারেন্টিনে থাকতে হবে, এমন কথা বলেনি। বিষয়টি আমি জানতাম না।’ গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এমনটা বলেছেন।

গত ১৪ মার্চ লন্ডন থেকে ফিরে ১৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত হন বদরউদ্দিন আহমদ কামরান। এ নিয়ে দেশব্যাপী সমালোচনা শুরু হয়। এ প্রসঙ্গে কামরান গণমাধ্যমকে বলেন, ‘আমি শতভাগ নিশ্চিত যে এই ধরনের রোগে আক্রান্ত নই। কারণ বিমানবন্দর থেকে বের হওয়ার সময় যে হলুদ ফরম তারা দিয়েছে তা পূরণ করে দিয়েছি। আর সিলেট বিমানবন্দরে নামার পর তারা আমাকে চেকআপ করে দেখেছে। আর ওই ধরনের রোগের যেসব উপসর্গ রয়েছে, সেসবের কিছুই আমার মধ্যে নেই।’

মন্তব্যসাতদিনের সেরা