kalerkantho

বুধবার । ২০ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৩ জুন ২০২০। ১০ শাওয়াল ১৪৪১

সংক্ষিপ্ত

ঝাড়ফুঁকে প্রাণ গেল মায়ের!

নিজস্ব প্রতিবেদক   

২০ মার্চ, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরাজধানীর গেণ্ডারিয়ায় টেকের গলি থেকে সুলতানা (৭৫) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ওই বৃদ্ধার গলিত লাশ উদ্ধার করে গেণ্ডারিয়া থানা পুলিশ।

পুলিশ সূত্র জানায়, অসুস্থ ওই বৃদ্ধাকে ডাক্তারের কাছে না নিয়ে গত রবিবার স্থানীয় কবিরাজের কাছ থেকে ওষুধ এনে খাওয়ান তাঁর ছোট ছেলে রেহানুল আলম (৪২)। পরে টেকের গলির সতি সর্দার রোডের ৩০/এল সুলতানা ভিলার দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে রাখা হয় ওই বৃদ্ধাকে। কিন্তু এরপর চার দিন কেটে গেলেও মাদকাসক্ত ছেলে মায়ের আর খোঁজ নেননি। এ অবস্থায় মৃতদেহ থেকে দুর্গন্ধ বের হতে থাকলে অন্য ফ্ল্যাটের বাসিন্দারা গতকাল পুলিশে খবর দেয়। ওই বাসার তৃতীয় তলায় বৃদ্ধার ছোট মেয়ে লিনা (৪৮) থাকলেও এ বিষয়ে তিনি কিছু জানতেন না বলে জানান। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার (এডিসি) শাহ ইফতেখার আহমেদ কালের কণ্ঠকে বলেন, ‘ধারণা করা হচ্ছে, খালি ফ্ল্যাটে রেখে চার-পাঁচ দিন আর খবর না নেওয়ায় তিনি মারা গেছেন।

 

মন্তব্যসাতদিনের সেরা