kalerkantho

বৃহস্পতিবার । ২১ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৪ জুন ২০২০। ১১ শাওয়াল ১৪৪১

সাবেক হুইপ সৈয়দ শহীদুল হকের দাফন সম্পন্ন

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি   

২০ মার্চ, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক  হুইপ সৈয়দ শহীদুল হক জামালের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাদ আসর ঢাকার ক্যান্টনমেন্টের আল্লাহু মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁর লাশ আজিমপুর কবরস্থানে মায়ের কবরের পাশে দাফন করা হয়।

গত বুধবার সকালে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান সৈয়দ শহীদুল হক জামাল। পরে রাতেই তাঁর লাশ দেশে আনা হয়। করোনাভাইরাসের কারণে সংসদ ভবন প্লাজা ও গ্রামের বাড়ি বরিশালের বানারীপাড়ায় তাঁর জানাজা করা সম্ভব হয়নি।

সৈয়দ শহীদুল হক জামাল ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের বানারীপাড়া সংযুক্ত পিরোজপুরের স্বরূপকাঠি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি মেহেরপুর ও পিরোজপুর জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীও ছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা