kalerkantho

বৃহস্পতিবার । ২১ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৪ জুন ২০২০। ১১ শাওয়াল ১৪৪১

পুলিশ সদরে স্থাপিত হলো ‘বঙ্গবন্ধু কর্নার’

নিজস্ব প্রতিবেদক   

২০ মার্চ, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে পুলিশ সদর দপ্তরে স্থাপন করা হয়েছে ‘বঙ্গবন্ধু কর্নার’। গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ সদরের মূল ভবনের নিচ তলায় কর্নারটির উদ্বোধন করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

আইজিপি বলেন, ‘শতবর্ষের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি সম্মান জানানোর জন্য পুলিশ হেডকোয়ার্টার্সে স্থাপন করা হয়েছে বঙ্গবন্ধু কর্নার। পুলিশ হেডকোয়ার্টার্সে আগত দর্শনার্থীরা কর্নারটি ব্যবহার করবেন। তাঁরা এখানে বসবেন। বঙ্গবন্ধুকে জানার চেষ্টা করবেন। বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করবেন।’

মন্তব্যসাতদিনের সেরা