kalerkantho

রবিবার । ২১ আষাঢ় ১৪২৭। ৫ জুলাই ২০২০। ১৩ জিলকদ  ১৪৪১

‘করোনা আক্রান্ত দেশের প্রবাসীদের খোঁজ রাখা হচ্ছে’

সিলেট অফিস   

১১ মার্চ, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনা আক্রান্ত দেশগুলোতে অবস্থানরত প্রবাসী কর্মীদের সব সময় খোঁজ রাখা হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। একই সঙ্গে তিনি প্রবাসীদের প্রতি তাদের অবস্থান করা দেশের করোনা প্রতিরোধ নিয়ম পুরোপুরি মেনে চলারও আহ্বান জানান। সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কে গতকাল মঙ্গলবার দুপুরে একটি সেমিনারে যোগদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পাথর শ্রমিকদের বিক্ষোভ : এদিকে সেমিনার শুরুর আগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক কোম্পানীগঞ্জে গিয়ে পৌঁছলে পাথর শ্রমিকরা তাঁদের গাড়ি আটকে  বিক্ষোভ করে। শ্রমিকরা পাথরকোয়ারিগুলো খুলে দেওয়ার দাবি জানায়।

মন্তব্য