kalerkantho

রবিবার । ২২ চৈত্র ১৪২৬। ৫ এপ্রিল ২০২০। ১০ শাবান ১৪৪১

সরকার এত দিন করোনা গোপন করেছে : ফখরুল

নিজস্ব প্রতিবেদক   

১০ মার্চ, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেসরকার এত দিন করোনা গোপন করেছে : ফখরুল

ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমাদের সরকার করোনাভাইরাস নিয়ে এত দিন কোনো কিছুই বলেনি এবং তারা খুঁজেও পায়নি। কী কারণে খুঁজে পায়নি জানি না। হঠাৎ করে কালকে (রবিবার) খুঁজে পেয়েছে। যখন বিদেশি অতিথিরা আসতে অপারগতা প্রকাশ করলেন তখনই এই তিনজনের নাম এলো। আমি জানি না, তবে আমার ধারণা তাঁরা পুরো জিনিসটাকে গোপন করার চেষ্টা করেছে। এই রোগ বাংলাদেশে অনেক আগেই এসেছে বলে অনেকেরই ধারণা এবং সেই ধারণাগুলো সত্যিকার অর্থে এখন প্রমাণিত হতে যাচ্ছে।’

গতকাল সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক ড. খন্দকার মোশাররফ হোসেনের লেখা ‘প্রগতি ও সত্যের সন্ধানে’ ও ‘মূল্যবোধ ও অবক্ষয়ের খণ্ডচিত্র’ নামে দুটি গ্রন্থের প্রকাশনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফখরুল এ কথা বলেন। বই দুটি প্রকাশ করেছে দি ইউনিভার্সেল একাডেমি।

ফখরুল বলেন, ‘আজকে চাটুকারিতা এমন একপর্যায়ে পৌঁছেছে, প্রেসগুলো পর্যন্ত সত্য কথা বলতে পারছে না। বিচার বিভাগ একই ধরনের মামলায় যখন অন্যদের জামিন দেন, মুক্তি দেন, তখন খালেদা জিয়াকে মুক্তি দেন না কেন? এটাই হচ্ছে অবক্ষয়।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদের সভাপতিত্বে ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার খন্দকার মারুফ হোসেনের সঞ্চালনায় প্রকাশনা অনুষ্ঠানে বিএনপি নেতা ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারউল্লাহ চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক খন্দকার মুসতাহিদুর রহমান, দৈনিক কালের কণ্ঠ’র উপসম্পাদক এনাম আবেদীন, দি ইউনির্ভাসেল একাডেমির প্রকাশক শিহাব উদ্দীন অংশ নেন।

মন্তব্যসাতদিনের সেরা