শিশুদের কিচিরমিচির, উচ্ছল ছুটে চলা আর প্রাণবন্ত বিশ্ববিদ্যালয় অঙ্গন সারা দিন ধরে রেখেছে উৎসবের আমেজ। খেলাধুলা, সাংস্কৃতিক পর্ব আর পারস্পরিক পরিচিতি প্রাতিষ্ঠানিক সম্পর্কের বাইরে নিয়ে গেছে বড়দেরও। পরিবারের সদস্যদের নিয়ে রোদ উপেক্ষা করে বসন্তের এই দিনটি একান্তই নিজের করে নিতে আগ্রহের কমতি ছিল না কারো। মানবকুণ্ডলী পাকিয়ে খোলা আকাশের নিচে সহকর্মীদের নিয়ে হাসিঠাট্টা আর গল্পগুজবে সংবাদ কক্ষের চিরচেনা সেই ব্যস্ততাও যেন ভুলে গিয়েছিলেন খবরের কারিগররা।
সপরিবারে মিলনমেলায় কালের কণ্ঠ পরিবার
- ‘যে প্রতিষ্ঠানে ফ্যামিলি বন্ডিং থাকে না সে প্রতিষ্ঠান ভালোভাবে চলে না।’
নিজস্ব প্রতিবেদক

উৎস থেকে তথ্য নিয়ে তা পাঠ উপযোগী করার পেছনে বেশির ভাগ সময় ব্যয় হয় সংবাদকর্মীদের। ধ্যান-জ্ঞানে খবরের পেছনে ছোটায় পরিবার ও স্বজনদের জন্য একটু সময় বের করতেও হিমশিম খেতে হয় তাঁদের।
সায়েম সোবহান আনভীর বলেন, ‘১০ বছর ধরে কালের কণ্ঠ এবং প্রতিষ্ঠানটির সহকর্মীদের চিনি আমি। কিন্তু পরিবারকে চিনি না। আজ পরিবারসহ সবাইকে দেখে মনটা জুড়িয়ে গেল। এই যাত্রা শুরু হলো, এটি যেন শেষ না হয়।
কালের কণ্ঠ সম্পাদক ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পরিচালক ইমদাদুল হক মিলন বলেন, ‘এ ধরনের একটি মিলনমেলার আয়োজন করতে পেরে আমরা সত্যিই আনন্দিত। আমি বিশ্বাস করি, পরিবারের সদস্যদের নিয়ে এ ধরনের আয়োজন আমাদের কর্মস্পৃহা আরো বাড়িয়ে তুলবে।’
কালের কণ্ঠ ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা কামাল বলেন, ‘আমাদের এমডি এবং তাঁর সহধর্মিণীকে এই অনুষ্ঠানে পেয়ে আমরা আনন্দিত। ১০ বছরে আমরা একটি ফ্যামিলি ডে করতে পেরেছি, বসুন্ধরা গ্রুপ যে একটা পরিবার, এটা তারই বহিঃপ্রকাশ। আমরা যে একটি পরিবার তা বোঝানোর জন্যই এই মিলনমেলার আয়োজন করেছি।’
গতকাল শুক্রবার কাকডাকা ভোর থেকে সপরিবারে গন্তব্যে যাওয়ার তোড়জোড় শুরু করেন কালের কণ্ঠ’র কর্মীরা। সাড়ে ৯টার আগেই গন্তব্যে জড়ো হন সবাই। প্রাতাহার শেষে মাঠে শুরু হয় শিশু, নারী ও পুরুষদের খেলাধুলা পর্ব। শিশুদের জন্য দৌড়, বিস্কুট দৌড় এবং হাঁটা প্রতিযোগিতা ছিল বড়দেরও আকর্ষণ। দুই পর্বে ভাগ হয়ে বালিশ খেলায় মেতেছেন নারী সহকর্মী ও অতিথিরা। এ ছাড়া ফুটবলের ছোট বারে গোল এবং দৌড় প্রতিযোগিতা ছিল পুরুষদের জন্য। পুরস্কার জিততে না পারলেও প্রতিযোগিতায় অংশ নিয়েই হেসেছেন বিজয়ের হাসি। খেলাধুলা পর্ব শেষে শুরু হয় মধ্যাহ্নভোজ। এর মধ্যে বাঁশিতে ফুঁ দিয়ে সবার মন কাড়েন সাপুড়ে। সাপ খেলা ঘিরে শিশুদের আনন্দ গিয়ে ঠেকেছে অন্য উচ্চতায়। ভোজের পর ঘুম ঘুম ভাব কাটাতে অডিটরিয়ামে শুরু হয় সাংস্কৃতিক পর্ব। কালের কণ্ঠ পরিবারের সদস্য এবং অতিথি শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান চাঙ্গা করেছে সবাইকে। সাংস্কৃতিক পর্ব শেষ হওয়ার আগেই সবার উপস্থিতি র্যাফল ড্র ঘিরে। একে একে ঘোষণা করা হয় ২১ সৌভাগ্যবান বিজয়ীর নাম। শেষের দিকে বিজয়ীদের নাম শুনতে অধীর আগ্রহে অপেক্ষা করেছেন সবাই। র্যাফল ড্রর প্রথম পুরস্কার জিতেছেন কালের কণ্ঠ’র পিএবিএক্স বিভাগের সহকর্মী মো. আব্দুল কুদ্দুস। এ ছাড়া দ্বিতীয় পুরস্কার জিতেছেন কম্পিউটার বিভাগের একরামুল হক মজুমদার এবং তৃতীয় পুরস্কার পেয়েছেন ফিচার বিভাগের মুনীর রানা।
পুরস্কার শেষে আবারও সেই সংবাদের আঁতুড়ঘরে ফেরার তৎপরতা ছিল সবার চোখে-মুখে। পরিবারের সদস্যদের বিকল্প ব্যবস্থায় গন্তব্যে পাঠিয়ে অনেকেই ফিরেছেন চিরচেনা সেই কর্মব্যস্ত অফিসে।
সম্পর্কিত খবর

ভুয়া স্বাক্ষর ও প্রেস বিজ্ঞপ্তি নিয়ে রিজভীর সতর্কবার্তা
নিজস্ব প্রতিবেদক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী জানিয়েছেন, কুচক্রী ও স্বার্থান্বেষী মহল তাঁর স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি এসব তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে রিজভী বলেন, ‘আমি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী এই মর্মে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের জ্ঞাতার্থে জানাচ্ছি, কোনো স্বার্থান্বেষী কুচক্রী মহল আমার স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করেছে। কিন্তু ফেসবুকে পোস্ট করা প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।

ঢাকা কলেজিয়েট স্কুলের স্থাপনা ভাঙায় দুঃখ প্রকাশ অর্থ উপদেষ্টার
নিজস্ব প্রতিবেদক

১৯০ বছরের ঐহিত্যবাহী ঢাকা কলেজিয়েট স্কুলের পুরনো ভবন ভাঙায় দুঃখ প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, স্কুলের বিল্ডিং ভেঙে না ফেলে হেরিটেজ আকারে রাখা যেত। গতকাল শুক্রবার সকালে ঢাকা কলেজিয়েট স্কুলের ১৯০তম বর্ষপূর্তির অনুষ্ঠানে তিনি এ কথা জানান। ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ভেঙে ফেলা হয়েছে, এখন আর কিছু করার নেই।

সংক্ষিপ্ত
হাসপাতালে চিকিৎসাধীন বদরুদ্দীন উমরের শারীরিক উন্নতি
নিজেস্ব প্রতিবেদক

বিশিষ্ট মার্ক্সবাদী-লেনিনবাদী রাজনীতিক ও তাত্ত্বিক বদরুদ্দীন উমর ঢাকার গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা উন্নতির দিকে রয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম এ তথ্য জানান। ফয়জুল হাকিম বলেন, ‘গত ২২ জুলাই ভোর ৫টার দিকে শ্বাসকষ্ট ও নিম্ন রক্তচাপজনিত কারণে বদরুদ্দীন উমরকে হাসপাতালে ভর্তি করা হয়।

ন্যায্য মজুরি নিশ্চিতের দাবিতে মানববন্ধন

ন্যায্য মজুরি নিশ্চিতের দাবিতে গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি। ছবি : কালের কণ্ঠ
।