kalerkantho

সোমবার । ২৯ আষাঢ় ১৪২৭। ১৩ জুলাই ২০২০। ২১ জিলকদ ১৪৪১

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত দুই বাংলাদেশি

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি   

৪ মার্চ, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসৌদি আরবে সড়ক দুর্ঘটনায় জাকের আলী ও আব্দুল মুকিত নামে মৌলভীবাজারের দুই প্রবাসী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, গতকাল সকালে মক্কা এলাকায় গাড়িতে যাচ্ছিলেন তিন বাংলাদেশি যুবক। হঠাৎ করে চাকা খুলে চলন্ত গাড়িটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে জাকের ও মুকিত মারা যান। আহত হন গাড়িচালক শাওন। জাকের আলী (২২) উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের আমুলী গ্রামের নছিম আলীর ছেলে। নিহত জাকের কুলাউড়ার গজভাগ স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কয়েক মাস আগে মধ্যপ্রাচ্য পাড়ি জমান। অন্যদিকে আব্দুল মুকিত (৩৭) জুড়ীর সাগরনাল ইউনিয়নের বাসিন্দা আব্দুল হান্নানের ছেলে। ১৯ বছর আগে সৌদি আরবে পাড়ি জমান তিনি।

মন্তব্যসাতদিনের সেরা