kalerkantho

শনিবার । ১৬ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৩০  মে ২০২০। ৬ শাওয়াল ১৪৪১

শাহ আলমগীরের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক   

২৯ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেশাহ আলমগীরের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) সাবেক মহাপরিচালক ও প্রখ্যাত সাংবাদিক শাহ আলমগীরের প্রথম মৃত্যুবার্ষিকী গতকাল শুক্রবার পালিত হয়েছে। এ উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে জাতীয় শিশু-কিশোর সংগঠন ‘চাঁদের হাট’ ও অগ্রদূত নিকেতন আদর্শ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে দোয়া মাহফিল, মরহুমের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শোকর‌্যালি ও স্মরণসভার আয়োজন করা হয়। এ ছাড়া বিকেলে ঢাকায় বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শাহ আলমগীর ছিলেন ত্যাগী ও আদর্শবান সাংবাদিক। তাঁকে অনুকরণ করে নতুন প্রজন্ম এগিয়ে এলে এই অঙ্গন আরো সমৃদ্ধ হবে।

শাহ আলমগীর শিশু কল্যাণ পরিষদ, শিশু ও কিশোরদের জাতীয় প্রতিষ্ঠান ‘চাঁদের হাট’-এর সভাপতি ছিলেন। তিনি বাংলাদেশ শিশু একাডেমির পরিচালনা পর্ষদেরও সদস্য ছিলেন। সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে শাহ আলমগীর ২০০৬ সালে ‘কবি আবু জাফর ওবায়দুল্লাহ সাহিত্য পুরস্কার’, ২০০৫ সালে ‘চন্দ্রাবতী স্বর্ণপদক’, ২০০৪ সালে ‘রোটারি ঢাকা সাউথ ভোকেশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ ও ২০০৪ সালে ‘কুমিল্লা যুব সমিতি অ্যাওয়ার্ড’ পেয়েছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা