kalerkantho

বৃহস্পতিবার । ২১ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৪ জুন ২০২০। ১১ শাওয়াল ১৪৪১

সংক্ষিপ্ত

সেই পিআইওকে যেতে হচ্ছে সন্দ্বীপেই

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি   

২৫ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে



গাইবান্ধার সুন্দরগঞ্জের বিতর্কিত সেই প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নুরুন্নবী সরকারের বদলি চ্যালেঞ্জ করা হাইকোর্টের রিট স্থগিত রেখে অধিদপ্তরের বদলির আদেশই বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পূর্ণাঙ্গ আদালত। এর ফলে বদলি হওয়া কর্মস্থল চট্টগ্রামের সন্দ্বীপেই যেতে হচ্ছে নুরুন্নবী সরকারকে। গতকাল সোমবার দুপুরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসাইনের পূর্ণাঙ্গ আদালত এই আদেশ দেন। এ সময় শুনানিতে আরো দুজন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি নুরুজ্জামান নানী উপস্থিত ছিলেন। গত ৫ জানুয়ারি নুরুন্নবী সরকারের হাইকোর্টের দেওয়া বদলি স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল আবেদনের পরিপ্রেক্ষিতে পূর্ণাঙ্গ শুনানির পর এই আদেশ দেওয়া হলো। আদালতে রাষ্ট্রপক্ষে আপিল আবেদনের শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। দুর্নীতির অভিযোগে গত ২৮ সেপ্টেম্বর নুরুন্নবীকে চট্টগ্রামের সন্দ্বীপে বদলির আদেশ দেয় মন্ত্রণালয়।

মন্তব্য



সাতদিনের সেরা