kalerkantho

রবিবার। ৫ আশ্বিন ১৪২৭ । ২০ সেপ্টেম্বর ২০২০। ২ সফর ১৪৪২

গ্যাস থেকে আগুন

সিরাজগঞ্জে এক পরিবারের সাতজন দগ্ধ

সিরাজগঞ্জ প্রতিনিধি   

২৫ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেসিরাজগঞ্জে গ্যাস সিলিন্ডারের পাইপ থেকে রান্নাঘরে আগুন লেগে নারী-শিশুসহ একই পরিবারের সাতজন দগ্ধ হয়েছে। গত রবিবার রাতে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের দুখিয়াবাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলো সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের দুখিয়াবাড়ী গ্রামের সাহেব আলীর ছেলে ছানোয়ার মুন্সি (৫৫), ছানোয়ার মুন্সির স্ত্রী নিলুফার খাতুন লিলি (৫০), তাঁদের ছেলে তায়েব আলী (২৭) ও সাইদুল ইসলাম (৩৫), সাইদুল ইসলামের স্ত্রী নাজিরা খাতুন (৩০), তাঁদের দুই বছরের মেয়ে সুমাইয়া খাতুন এবং ছানোয়ার মুন্সির ভাতিজা মেহেদি হাসান (১৩)।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মনজিল হক জানান, দুখিয়াবাড়ী গ্রামের ছানোয়ার মুন্সির বাড়িতে রান্নাঘরে গ্যাস সিলিন্ডারের পাইপে চুলার দিকের অংশে ছিদ্র হয়ে আগুন ধরে যায়। এ সময় চুলা বিস্ফোরিত হয়ে রান্নাঘরে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দগ্ধ সাতজনকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ফয়সাল আহমেদ জানান, দগ্ধদের মধ্যে সাইদুলের অবস্থার অবনতি হওয়ায় গতকাল সোমবার ভোরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এখানে চিকিৎসাধীন তায়েব আলীর অবস্থাও কিছুটা খারাপ।

মন্তব্যসাতদিনের সেরা