kalerkantho

বুধবার । ২০ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৩ জুন ২০২০। ১০ শাওয়াল ১৪৪১

দক্ষিণ সিটিতে এডিস মশার প্রজনন বেশি

নিজস্ব প্রতিবেদক   

২৪ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেগত ডিসেম্বরে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় মশার ঘনত্ব ও উপস্থিতি সমীক্ষা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের কনফারেন্স রুমে ওই সমীক্ষার ফলাফল তুলে ধরা হয়। এতে বলা হয়েছে, ঢাকা উত্তরে ৭৪টি পয়েন্টের মধ্যে ৪০টিতে নারী এডিস মশা এবং ৪১টিতে পুরুষ এডিস মশা পাওয়া গেছে। অন্যদিকে দক্ষিণের ৬৩টি পয়েন্টের ৩৯টিতে নারী এবং ১০টিতে পুরুষ এডিস মশা পাওয়া গেছে। দক্ষিণে তুলনামূলকভাবে নারী মশার উপস্থিতি বেশি। ডেঙ্গুর বাহক হিসেবে কাজ করে নারী এডিস মশা। ঢাকার দুই সিটি করপোরেশনের ৯৮টি ওয়ার্ডের ১০০টি এলাকায় এক হাজার বাড়ি ও স্থাপনায় এ সমীক্ষা চালানো হয়। এতে দেখা গেছে, ব্যাপক সচেতনতার পরও আগের মতোই প্লাস্টিকের ড্রাম, পানির ট্যাংক, বালতি, পরিত্যক্ত টায়ার, নির্মাণাধীন ভবনের জলাবদ্ধ মেঝে, ধাতব ড্রাম, ফুলদানি, সেলুনের ব্যবহূত বিশেষ পাত্র, মগজাতীয় উৎসগুলোতে বেশি লার্ভার উপস্থিতি রয়েছে।

অনুষ্ঠানে জানানো হয়, এডিস মশার ঘনত্ব ও উপস্থিতি দেখতে আগামী পয়লা মার্চ থেকে সমন্বিত আরো একটি জরিপ শুরু করা হবে।

কিউলেক্স মশার বিস্তার এডিসের তুলনায় অনেক বেশি। এই মশা মানুষকে উত্ত্যক্ত বেশি করে। তবে এগুলো থেকে রোগের বিস্তার ঘটে না।

মন্তব্যসাতদিনের সেরা