kalerkantho

বুধবার । ২০ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৩ জুন ২০২০। ১০ শাওয়াল ১৪৪১

টঙ্গী ও কাশিমপুর

পুড়ল অর্ধশতাধিক দোকান

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর ও টঙ্গী প্রতিনিধি   

২৩ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগাজীপুরের টঙ্গী শিল্পাঞ্চলের মিলগেট নামাবাজার এলাকায় অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক তুলার দোকান পুড়ে গেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। অন্যদিকে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার জরুন এলাকায় আগুন লেগে পুড়ে গেছে সাতটি দোকান।

নামাবাজার এলাকায় অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে গতকাল দুপুর সোয়া ১২টার দিকে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের তুলার গুদামে ছড়িয়ে পড়ে। পরে টঙ্গী, উত্তরা ও পূর্বাচল ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নেভান। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর সোয়া ১২টার দিকে ‘তুসুকা ফ্যাশন গার্মেন্টের’ পাশের একটি বৈদ্যুতিক খুঁটির তারে আগুন লাগে। কিছুক্ষণ পরই তুলার গুদামপট্টিসংলগ্ন আরেকটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে বিস্ফোরণ ঘটলে আগুনের ফুলকি গোডাউনের ওপর ছিটকে পড়ে। মুহূর্তেই আগুন তুলার গুদামগুলোতে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। কাশিমপুরের জরুন এলাকায় আগুন লাগে গতকাল দুপুর দেড়টার দিকে। কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. মিরাজুল ইসলাম জানান, প্রথমে একটি ভাঙ্গারির দোকানে আগুন লাগে। পরে আগুন পাশের একটি ঝুট গুদাম ও তিনটি মুদি দোকানসহ সাতটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে।

মন্তব্যসাতদিনের সেরা